Back

“ঈদ উৎসব - কুরবানী অফার” ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলো সনি-র‍্যাংগস ।

ঢাকা, বাংলাদেশ। মঙ্গলবার, ১৪ মে, ২০২৪।

বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‍্যাংগস ,বাংলামোটরে সোনারতরী টাওয়ার -এ অবস্থিত নিজস্ব শোরুমে "ঈদ উৎসব – কুরবানী অফার" ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করলো।

"ঈদ উৎসব কুরবানী অফার" ক্যাম্পেইন-এ বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের কুরবানী ঈদকে লক্ষ্য রেখে ক্রেতাসাধারণের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট। ১৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই ক্রেতা পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে দুবাই, সিঙ্গাপুর বা থাইল্যান্ড এয়ার টিকিট; ফ্রি রেফ্রিজারেটর, টিভি, এসি বা নগদ ১০০০০/- টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট।

জিপি ষ্টার গ্রাহকদের জন্য থাকছে ৫২% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা। এছাড়া, ক্যাম্পেইন চলাকালে ক্রেতা এই অফারের আওতায় তার কেনাকাটার পর পণ্যের অফার মূল্য সম্পূর্ণ নগদ -এ পেমেন্ট করলে পেতে পারেন সর্বোচ্চ ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে থাকছে ঢাকায় জমির মালিকানার জিতে নেবার সুযোগ।

র‍্যাংগস ,ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন,
মিসেস সাচিমি হোসেন এবং সনি ইলেক্ট্রনিক্স সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং ডেভেলপমেন্ট সেন্টার এর সম্মানিত প্রেসিডেন্ট, মি. জেরেমি হাং, যৌথভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং, সেলস এবং সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের দিন থেকেই দেশব্যাপী সকল সনি-র‍্যাংগস ,শো-রুমে চলছে অগণিত ক্রেতাদের উপচেপড়া ভীড়। অফার আগামি ১৫ই জুন, ২০২৪ পর্যন্ত সকল বিক্রয় মাধ্যমে একযোগে চলবে।


র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে। একই সাথে তারা আরো অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করছে।



Sony-Rangs has Launched “Eid Utsab – Kurbani Offer” Campaign.
                                                                                           
Dhaka, Bangladesh. Tuesday, May 14, 2024.

The leading electronics and electric company, Rangs Electronics Limited, popularly known as SONY-RANGS, has organized a grand launching ceremony of their “Eid Utsab - Kurbani Offer” Campaign at their Rangs Electronics Sonartori Showroom, Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka.

Being committed to provide best quality & official electronics appliances, Sony-Rangs has offered its customer exclusive discount in all range of Products. For purchase above Tk 15,000, customer will get Scratch Card. Where customer will be chance to get Foreign Trip to Dubai, Singapore or Thailand; Refrigerator, AC, LED TV or at least confirm discount of Tk 500 up to Tk 10,000.


Apart from that, GP Star Customer will get 52% special discount. Also, customer paying via Nagad may get 100% cashback or wining a plot in Dhaka. EBL Credit Card holders will get 5% instant discount on purchasing AC with 24 Months EMI.

The honorable Vice Chairperson of Rangs Electronics Limited, Mrs. Sachimi Hussain & honorable Bangladesh President of Regional Marketing Development Center, Sony Electronics Singapore PTE Ltd., Mr. Jeremy Hang have inaugurated the campaign along with other High Officials from Sony Electronics Bangladesh Branch & Rangs Electronics Team. After launching the Campaign, countrywide Sony-Rangs showrooms are crowded with exited customers. This offering will continue till the 15th June, 2024.

Rangs Electronics Ltd. is the official distributor of Sony in Bangladesh & one of the trusted electronics appliances distributors and dealing business with goodwill, success, and trust for last 40 years.





Social Share :